সঠিক উত্তর হচ্ছে:  ক্যাপ্টেন মনসুর আলী
ব্যাখ্যা: মন্ত্রীর নাম-	দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়\n১.	তাজউদ্দীন আহমদ	ক- প্রধানমন্ত্রী খ- প্রতিরক্ষা\nগ- তথ্য ও বেতার এবং টেলিযোগাযোগ\nঘ- অর্থনৈতিক বিষয়, পরিকল্পনা ও উন্নয়ন\nঙ- শিক্ষা,স্থানীয় স্বায়ত্তশাসন সরকার, স্বাস্থ্য, শ্রম ও সমাজকল্যাণ\nচ- সংস্থাপন ও প্রশাসন\nছ- যেসব বিষয়ের দায়িত্ব মন্ত্রিপরিষদের অন্য কোন সদস্যকে প্রদান করা হয়নি\n\n২.	খন্দকার মোশতাক আহমেদ	ক- পররাষ্ট্র বিষয় খ- আইন ও সংসদ বিষয়\n\n৩	.এম মনসুর আলী	ক- অর্থ ও জাতীয় রাজস্ব খ- বাণিজ্য ও শিল্প\nগ- পরিবহন\n\n৪	.এ এইচ এম কামারুজ্জামান	ক- স্বরাষ্ট্র বিষয়ক খ- সরবরাহ, ত্রাণ ও পুনর্বাসন\nগ- কৃষি.\n[তথ্যসূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় নবম দশম শ্রেণী ]