সঠিক উত্তর হচ্ছে: প্রশান্ত মহাসাগর
ব্যাখ্যা: প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম মহাসাগর।এটি দেখতে অনেকটা বৃহদাকার ত্রিভূজের মত। এর দক্ষিণে অ্যান্টার্কটিকা পর্যন্ত বিস্তৃত; পশ্চিমে এশিয়া এবং অস্ট্রেলিয়া ঘেরা; এবং এর পূর্বে রয়েছে দুই আমেরিকা মহাদেশ। প্রশান্ত মহাসাগরের আয়তন ১৬৯.২ মিলিয়ন বর্গকিলোমিটার (৬৫.৩ মিলিয়ন বর্গমাইল), যা পৃথিবী পৃষ্ঠের প্রায় ৩২শতাংশ, সমস্ত জলভাগের ৪৬% এবং পৃথিবীর সমস্ত ভূমি পৃষ্ঠের চেয়ে আয়তনে বেশি। ভু-মধ্যরেখা একে উত্তর প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ভাগ করেছে। মারিয়ানা ট্রেঞ্চ প্রশান্ত মহাসাগরের এমনকি বিশ্বের সবচেয়ে গভীরতম এলাকা। এর গভীরতা প্রায় ১০ হাজার ৯১১ মিটার। তুলনা করলে এর গভীরতা মাউন্ট এভারেস্টের উচ্চতার চেয়ে বেশি। নাম প্রশান্ত হলেও বিশ্বের প্রায় ৭০ শতাংশ আগ্নেয়গিরি এই মহাসাগরে অবস্থিত। গ্রেট বেরিয়ার রিফ বিশ্বের সবচেয়ে বড় কোরাল রিফ, যা প্রশান্ত মহাসাগরের অন্তর্গত।ঢাকার প্রতিপাদ স্থান চিলির নিকটবর্তী প্রশান্ত মহাসাগরে অবস্থিত।\n\n