সঠিক উত্তর হচ্ছে: শুক্রবার
ব্যাখ্যা: ? কোন মাসের একটি তারিখ থেকে তার আগের বা পরের বছরের একই মাসের একই তারিখ যেতে হলে মোট ১ বছর ১ দিন যেতে হবে।
\n? এখানে সময়ের পার্থক্য ৩৬৫+১ = ৩৬৬ দিন। ( Leap year বা অধিবর্ষ ছাড়াই ৩৬৬ দিন)
\n? এখন ৩৬৫ দিন পর্যন্ত একই বার হলে ৩৬৫+১ = ৩৬৬ দিন হবে ১ দিন বেশি। তাই উত্তর শুক্রবার।
\n[নোট : লিপ ইয়ার ছাড়া অন্য বছর গুলির প্রথম দিন যে বার হয় সেই বছরের শেষ দিনও একই বার হয়। কোন বছরের প্রথম দিন অর্থাৎ ১লা জানুয়ারী শনিবার হলে ৩১ই ডিসেম্বরও শনিবার হবে। কিন্তু লিপইয়ার হলে একদিন বেশি হয়। ]