সঠিক উত্তর হচ্ছে: বসন্তরঞ্জন রায় বিদ্বদল্লভ
ব্যাখ্যা: বসন্তরঞ্জন রায় বিদ্বদল্লভ ১৯০৯ খ্রিস্টাব্দে পশিচমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামের এক গৃহস্থ বাড়ির গোয়ালঘর থেকে কাব্যটি উদ্ধার করেন। তারই সম্পাদনায় গ্রন্থটি ১৯১৬ খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়।