সঠিক উত্তর হচ্ছে: স্মরণ
ব্যাখ্যা: ১৩০৯ সালের ৭ই অগ্রহায়ণ তারিখে রবীন্দ্রনাথের সহধর্মিণী মৃণালিনী দেবী পরলোকগমন করেন। তাঁহার স্মৃতির উদ্দেশে রবীন্দ্রনাথ যে কবিতাগুলি রচনা করেন সেগুলি মোহিতচন্দ্র সেন -সম্পাদিত রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থের ষষ্ঠ ভাগে (১৩১০) সংকলিত হয়— অধিকাংশ \'স্মরণ\'-পর্যায়ে। নৈবেদ্য প্রকাশিত হয় ১৯০১ সালে।মৃণালিনী দেবী মারা যান ১৯০২ সালে,নৈবেদ্য কাব্যটি প্রকাশিত হয় তার স্ত্রীর মৃত্যুর আগে।\nস্ত্রী মৃণালিনী দেবীর মৃত্যুকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ ঠাকুর \'স্মরণ\' কাব্যটি রচনা করেন। \'নৈবেদ্য\' কাব্যে বিভিন্নভাবে মৃত্যুর কথা এসেছে তবে তা স্ত্রীর মৃত্যুকে উপলক্ষ করে নয়। কারণ মৃণালিনী দেবীর মৃত্যুর পূর্বেই \'নৈবেদ্য\' কাব্য প্রকাশিত হয়।