সঠিক উত্তর হচ্ছে: আয়তন বেড়ে যাবে
ব্যাখ্যা: পানি বরফে পরিণত হলে আয়তন না কমে উল্টো বেড়ে যায়। পানিতে প্রতিটি অণুসমূহের মধ্যে একটি অক্সিজেন পরমাণু দুটি হাইড্রোজেন পরমাণুর সাথে সমযোজী বন্ধন দ্বারা গঠিত। পানিতে অক্সিজেন পরমাণু ঈষৎ ঋণাত্মক আধানযুক্ত এবং হাইড্রোজেন পরমাণু ঈষৎ ধনাত্মক আধানযুক্ত হয়ে অবস্থান করে।