সঠিক উত্তর হচ্ছে: আগস্ট ২০১৮ সালে
ব্যাখ্যা: ইলেক্ট্রনিক ভোটিং মেশিন_________________
\n? ১৯৬০ সালে বিশ্বের প্রথম ই-ভোটিং বা ইলেক্ট্রটনিক ভোটিং মেশিন চালু হয়।
\n? প্রথম ই-ভোটিং মেশিনের ব্যবহার হয়— ষাটের দশকে মার্কিন যুক্তরাষ্ট্রের ৭টি অঙ্গরাজ্যের নির্বাচনে।
\n? বাংলাদেশে ই-ভোটিং মেশিন ব্যবহার করা হয়— ২০০৭ সালে ঢাকা অফিসার্স ক্লাবের কার্যকরী সংসদ নির্বাচনে।
\n? ইভিএম সরবরাহকারী প্রতিষ্ঠান— বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (গাজীপুর)।
\n? ইভিএম প্রস্তুতকারী প্রতিষ্ঠান— পাইল্যাব বাংলাদেশ।
\n? ইভিএম ব্যবহারের বিধান রেখে আরপিও সংশোধন করা হয়— আগস্ট ২০১৮ সালে।
\n? ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে প্রথম বড় পরিসরে ইভিএম ব্যবহৃত হয়।