সঠিক উত্তর হচ্ছে: স্টেরাইল ইনসেক্ট টেকনিক
ব্যাখ্যা: ? স্টেরাইল ইনসেক্ট টেকনিক	: জীব প্রযুক্তির দ্বারা শাক-সবজি, ফল ও শুঁটকির ক্ষতিকর পতঙ্গ, মশা ইত্যাদি নিয়ন্ত্রণ করার একটি আধুনিক টেকনিক। \r\n\r\n?  ফরেনসিক টেস্ট	: রক্ত, বীর্য, মূত্র, অশ্রু, লালা ইত্যাদির ডিএনএ অথবা অ্যান্টিবডি থেকে অপরাধীকে শনাক্ত করা হয় ফরেনসিক টেস্টের দ্বারা।