সঠিক উত্তর হচ্ছে: বুদ্ধিমতী
ব্যাখ্যা: পুরুষবাচক শব্দের শেষে অত, বান, মান, ঈয়ান থাকলে স্ত্রীবাচক শব্দে যথাক্রমে অতী, বতী, মতী, ঈয়সী হয়। যেমন- সৎ-সতী, মহৎ-মহতী, গুণবান-গুণবতী, রূপবান-রূপবতী, শ্রীমান-শ্রীমতি, বুদ্ধিমান-বুদ্ধিমতী, গরীয়ান-গরিয়সী। [ তথ্যসূত্রঃ নবম-দশম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ ]