সঠিক উত্তর হচ্ছে: লোহা
ব্যাখ্যা: লৌহ
\nব্যাখ্যাঃ যেসব পরমাণুর পারমাণবিক সংখ্যা ৮২ এর বেশি সেসব পদার্থ থেকে স্বতঃস্ফূর্ত ভাবে আলফা, বিটা ও গামা রশ্মি নির্গত হয়। ইউরেনিয়াম, প্লুটোনিয়াম ও নেপচুনিয়াম -এর পারমাণবিক সংখ্যা 82 এর বেশি তাই তারা তেজস্ক্রিয় পদার্থ । লৌহ এর পারমাণবিক সংখ্যা 26 তাই এটি তেজস্ক্রিয় পদার্থ নয়।