সঠিক উত্তর হচ্ছে: শনিবার
ব্যাখ্যা: ৩/১ অর্থাৎ জানুয়ারির ৩ তারিখকে ভিত্তি তারিখ ধরা হয় । কোন বছরের ৩ জানুয়ারী যে বার হবে ঐ বছরের ৪/৪, ৬/৬, ৮/৮, ১০/১০, ১২/১২ ঐসব দিনও সেই বার হবে । (ক্যালেন্ডার দেখে মিলিয়ে নিন) তবে চলার পথে কোন ২৯ শে ফেব্রুয়ারি অতিক্রম করলে ভবিষ্যতে যাবার পথে ১ দিন/বার যোগ (+) করতে হবে এবং অতীতে গেলে ১ দিন/বার বিয়োগ (-) করতে হবে এবং এই তারিখগুলোর আশেপাশের তারিখ থাকলে এগুলোর সাথে মিলিয়ে হিসেব করুন। (একবার ক্যালেন্ডার দেখে প্রমাণ করে নিতে পারেন)
\nউপরের নিয়মটা ভালভাবে পড়ে নিয়ে নিচের ধাপগুলো মেলান।
\n? ১লা জানুয়ারি মঙ্গলবার
\n? ৩ জানুয়ারি বৃহস্পতিবার। [হিসাবের সুবিধার্তে করা হলো]
\n? সুতরাং ১০ অক্টোবর বৃহস্পতিবার [৩/১, ৪/৪, ৬/৬, ৮/৮, ১০/১০, ১২/১২ একই তারিখ হওয়ায়]
\n? তাহলে ১২ অক্টোবর শনিবার
\n? উত্তর: শনিবার