সঠিক উত্তর হচ্ছে: নেপাল
ব্যাখ্যা: চর্যাপদ” নেপাল থেকে আবিষ্কার করা হয় ।\nবাংলা সাহিত্যের আদি নিদর্শন বা গ্রন্থ হলো \'চর্যাপদ\' ।ড.হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সলে নেপালের রাজদরবার থেকে \'চর্যাপদ\' আবিষ্কার করেন এবং তার সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ১৯১৬ সালে তা গ্রন্থাকারে প্রকাশিত হয় ।\'চর্যাপদ\' - এ ২৩ জন (মতান্তরে ২৪) পদকর্তা রয়েছেন ।\'চর্যাপদ\' - এর প্রাচীনতম বা আদিকবি লুইপা এবং সবচেয়ে বেশি পদ রচনা করেন কাহ্নপা (১৩টি) ।\n[তথ্যসূত্রঃ লাল নীল দিপাবলী হুমায়ূন আজাদ ]