নিচের অপশন গুলা দেখুন
- কৃৎ প্রত্যয়
- তদ্ধিত প্রত্যয়
- বাংলা কৃৎ প্রত্যয়
- সংস্কৃত কৃৎ প্রত্যয়
\'\'প্রাচুর্য\'\' শব্দটি \'য\' সংস্কৃত তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়ে গঠিত।
• \'য\' প্রত্যয় যুক্ত হলে প্রাতিপদিকের অন্তে স্থিত অ, আ, ই, ঈ ইত্যাদি লোপ পায়।
যেমন -
- সম্ + য = সাম্য
- কবি + য = কাব্য
- মধুর + য = মাধুর্য
- প্রাচী + য = প্রাচ্য
তেমনিভাবে,
- প্রচুর + য = প্রাচুর্য
উৎসঃ মাধ্যমিক ব্যাকরণ বই।