নিচের অপশন গুলা দেখুন
- সৎ্পাত্রে কন্যা দান করো
- গোয়ালে গরু আছে
- বুলবুলিতে ধান খেয়েছে
- পরাজয়ে ডরে না বীর
অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ গোয়ালে গরু আছে।
\nক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ \'এ\' \'য়\' \'তে\' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। যেমন-
\nআধার (স্থান): আমরা রোজ স্কুলে যাই। এ বাড়িতে কেউ নেই।
\nকাল (সময়): প্রভাতে সূর্য ওঠে। বসন্তে কোকিল ডাকে।