নিচের অপশন গুলা দেখুন
- এইচ এম জনসন
- ক্লাইড ক্লুখন
- এফ ই মেরিল
- জন লক
মূল্যবোধের বিভিন্ন লেখকের প্রদত্ত ব্যাখ্যা -
- সমাজবিজ্ঞানী এইচ এম জনসন (H.M. Johnson) এর মতে \'\'সামাজিক মূল্যবোধ হল একটি মানদন্ড\'\'।
- ক্লাইড ক্লুখোন (Clyde Kluokhon) বলেন \'\'সামাজিক মূল্যবোধ হচ্ছে সেসব প্রকাশ্য ও অনুমেয় আচার-আচরণের ধারা যা ব্যক্তি ও সমাজের মৌলিক বৈশিষ্ট্য বলে স্বীকৃত\'\'।
- সমাজবিজ্ঞানী এফ ই মেরিল (F. E. Meril) বলেন \'\'সামাজিক মূল্যবোধ হচ্ছে বিশ্বাসের এক প্রকৃতি বা ধরণ, যা গোষ্ঠীগত কল্যাণে সংরক্ষণ করাকে মানুষ গুরুত্বপূর্ণ বলে মনে করে\'\'।
অতএব, সামাজিক মূল্যবোধ হচ্ছে সেসব ধারণার চূড়ান্ত ব্যাপ্তি যা মানুষ হিসেবে একজন ব্যক্তির জীবনে একান্ত কাম্য। সমাজের এসব মূল্যবোধ মানুষের জীবনের জন্য লক্ষ্য ও প্রাপ্তি স্থির করতে সাহায্য করে।
সূত্রঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন (১ম-পত্র) বই (উন্মুক্ত)।