সঠিক উত্তর হচ্ছে: ভূমিহীন চাষী
ব্যাখ্যা: যাদের বসতবাড়ি আছে কিন্তু কৃষি জমি নেই, তাদের বলে ভূমিহীন চাষী।।\nনিজের সামান্য জমি চাষাবাদ করার পাশাপাশি অন্যের জমি চাষ করে যে কৃষক জীবিকা নির্বাহ করে তাকে প্রান্তিক চাষী বলে।\nকোনো ব্যক্তি যখন কোনো জমির মূল মালিকের নিকট হতে কোনো নির্দিষ্ট মেয়াদের জন্য ঐ জমি হতে ফসলের ভাগ দেবার শর্তে জমি চাষাবাদ করে তখন ঐ ধরনের চাষাবাদকে বর্গা চাষ বলে।\nতথ্যসূত্রঃ বাংলাপিডিয়া