ক্রিয়ার পারষ্পরিক অর্থে ব্যাতিহার বহুব্রীহি হয়। এ সমাসে পূর্বপদে \'আ\' এবং উত্তরপদে \'ই\' যুক্ত হয়। যেমনঃ হাতে হাতে যে যুদ্ধ = হাতাহাতি কানে কানে যে কথা = কানাকানি। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ(নবম - দশম শ্রেণী)।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।