সঠিক উত্তর হচ্ছে: ব্যারন পিয়ারে দ্য কুবার্তা
ব্যাখ্যা: আধুনিক অলিম্পিকের জনক ব্যরন পিয়ারে দ্য কুবার্তা।\nচার্লস পিয়ের ডি ফ্রাডি, ব্যারন ডি কুবেরত্যাঁ, জন্ম পিয়ের ডি ফ্রাডি; ১ জানুয়ারি ১৮৬৩ – ২ সেপ্টেম্বর ১৯৩৭, পিয়ের ডি কুবর্তা ও ব্যারন ডি কুবর্তা হিসাবেও পরিচিত) ছিলেন একজন ফরাসি শিক্ষক এবং ইতিহাসবিদ , আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এর প্রতিষ্ঠাতা, এবং এর দ্বিতীয় প্রেসিডেন্ট।\n[তথ্যসূত্রঃ \"Ancestry of Pierre de Coubertin\"]