সঠিক উত্তর হচ্ছে: এক্ + ছত্র = একচ্ছত্র
ব্যাখ্যা:
- স্বরধ্বনির পর ছ থাকলেও উক্ত ব্যঞ্জনের দ্বিত্ব হয়।
যেমন,
এক + ছত্র = একচ্ছত্র (অ + ছ = চ্ছ)
কথা + ছলে = কথাচ্ছলে (আ + ছ = চ্ছ)
পরি + ছদ = পরিচ্ছদ (ই + ছ = চ্ছ)
উৎসঃ নবম-দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই।