সঠিক উত্তর হচ্ছে: আর্দ্রতার পার্থক্যের জন্য
ব্যাখ্যা: বর্ষার দিনে বাতাস জলীয়বাষ্প দ্বারা সম্পৃক্ত থাকে । ফলে বাতাস অধিক পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে না। শীতকালে বায়ুর আর্দ্রতা কম থাকে বলে বাতাস ভিজা কাপড় হতে দ্রুত জলীয়বাষ্প শোষণ করে সম্পৃক্ত হতে চায়। ফলে শীতকালে ভিজা কাপড় দ্রুত শুকায় (তথ্যসূত্র- বোর্ড বই ভূগোল ও পরিবেশ- নবম ও দশম শ্রেণি)