সঠিক উত্তর হচ্ছে: তাহার বৈমাত্রেয় ভ্রাতা অসুস্থ।
ব্যাখ্যা: অশুদ্ধ বাক্যগুলোর শুদ্ধরূপ হলোঃ- \'তিনি মনোকষ্টে কাল কাটাচ্ছেন।\' বাক্যটির শুদ্ধরূপ \'তিনি মনঃকষ্টে কাল কাটাচ্ছেন।\' \'আমি এখন ভীষণ ব্যাস্ত।\' বাক্যটির শুদ্ধরূপ \'আমি এখন ভীষণ ব্যস্ত।\' \'কায়কোবাদ মহাশশান লেখেন।\' বাক্যটির শুদ্ধরূপ \'কায়কোবাদ \'মহাশ্মশান\' লেখেন।\' [তথ্যসূত্র - বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর]