সঠিক উত্তর হচ্ছে: শওকত ওসমান
ব্যাখ্যা: শওকত ওসমান বিংশ শতাব্দীর বাংলাদেশের একজন স্বনামখ্যাত লেখক ও কথাসাহিত্যিক। জন্মসূত্রে তাঁর নাম শেখ আজিজুর রহমান। শওকত ওসমান একাধারে নাটক, গল্প, উপন্যাস, প্রবন্ধ, রম্যরচনা, রাজনৈতিক লেখা ও শিশু-কিশোর সাহিত্য রচনা করেছেন। আমলার মামলা,বাগদাদের কবি ,তস্কর ও লস্কর, কাঁকড়ামণি ইত্যাদি তার উল্লেখযোগ্য নাটক [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ডঃ সৌমিত্র শেখর]