সঠিক উত্তর হচ্ছে: ঐকদেশিক অধিকরণ
ব্যাখ্যা: ঐকদেশিক বিশাল স্থানের যে কোনো এক অংশে ক্রিয়া সংঘটিত হলে তাকে ঐকদেশিক আধারাধিকরণ বলে। সামীপ্য অর্থেও ঐকদেশিক অধিকরণ হয়।\nউদাহরণ:\nপুকুরে মাছ আছে। (পুকুরের যে কোনো একস্থানে)\nবনে বাঘ আছে। (বনের যে কোনো এক অংশে)\nআকাশে চাঁদ উঠেছে। (আকাশের কোনো এক অংশে)\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ]