সঠিক উত্তর হচ্ছে: ৪০ লাখেরও বেশি
ব্যাখ্যা: এক্সেলের ওয়ার্কশীটটি সারি ও কলাম ভিত্তিক। উপরে A, B, C, D……….. ইত্যাদি হলো বিভিন্ন কলামের নাম এবং বাম পাশের 1,2,3,4,5………..ইত্যাদি হলো সারি সংখ্যা। সারি ও কলামের পরষ্পর ছেদে তৈরীকৃত ছোট ছোট আয়তকার ঘরকে সেল বলা হয়।\nএকটি ওয়ার্কসিটের ৪০ লাখেরও বেশি সেল থাকতে পারে। \n