সঠিক উত্তর হচ্ছে: শিক্ষার মাধ্যমে
ব্যাখ্যা: মূল্যবোধ দৃঢ় হয় শিক্ষার মাধ্যমে। পরিবারের মাধ্যমে শিশুকাল থেকেই মূল্যবোধ গঠনের ভিত্তি রচিত হয়। বয়স বৃদ্ধির সাথে সাথে কিছু মূল্যবোধ দৃঢ় হয় এবং কিছু মূল্যবোধ হারিয়ে যায়। আবার কিছু মূল্যবোধ পরিশোধিত হয়ে মার্জিত ও সুন্দর রূপ ধারণ করে। গবেষণায় দেখা যায়, কিছু মূল্যবোধ জন্মগত এবং কিছু মূল্যবোধ অর্জিত । মূল্যবোধ বিকাশের ভিত্তি হলোঃ ব্যক্তির জৈবিক ও জন্মগত চাহিদা; পারিবারিক ঐতিহ্য, রীতিনীতি, ধর্ম ও বিশ্বাস; দল: শিক্ষা ও সংস্কৃতি সাহিত্য, গণমাধ্যম, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্পকলা, গবেষণা ইত্যাদি।