সঠিক উত্তর হচ্ছে: শেষ লেখা
ব্যাখ্যা: \'
তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি\' কবিতাটি রবীন্দ্রনাথের \'শেষ লেখা\'(১৯৪১) কাব্যগ্রন্থের। - \'শেষ লেখা\' রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ কাব্যগ্রন্থ।
- কাব্যগ্রন্থটি তাঁর মৃত্যুর পর প্রকাশিত হয়।
- এ গ্রন্থের নামকরণ রবীন্দ্রনাথ নিজে করে যেতে পারেননি।
- অধিকাংশ কবিতা জীবনের শেষ কয়েকদিনের রচনা।
\r\n
রবীন্দ্রনাথ ঠকুরের অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- মানসী
- সোনার তরী
- চিত্রা
- কল্পনা
- ক্ষণিকা
- গীতাঞ্জলি
- বলাকা
- পূরবী
- পুনশ্চ
- পত্রপূট
- সেঁজুতি
- শেষলেখা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।