সঠিক উত্তর হচ্ছে: জ্যোতির্বিদ
ব্যাখ্যা: ক্লডিয়াস টলেমিয়াস (Claudius Ptolemy) (প্রাচীন গ্রিক: Κλαύδιος Πτολεμαῖος ক্লাউদিওস্ প্তোলেমাইওস্; খ্রিস্টপূর্ব ৯০ – খ্রিস্টপূর্ব ১৬৮), যিনি টলেমি নামে সমধিক পরিচিত, একজন গ্রিক গণিতবিদ, ভূগোলবিদ, জ্যোতির্বিদ, ও জ্যোতিষ। তিনি রোম-শাসিত মিশরের ইজিপ্টাস নামক প্রদেশের অধিবাসী ছিলেন। ধারণা করা হয়, তাঁর জন্ম মিশরেই।