সঠিক উত্তর হচ্ছে: খাজনার রশিদ
ব্যাখ্যা: দাখিলা শব্দের অর্থ - খাজনার রশিদ। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ। সরকার বা সম্পত্তির মালিককে খাজনা দিলে যে নির্দিষ্ট ফর্ম বা রশিদ প্রদান করা হয় তাকে দাখিলা বলে। দাখিলা কোন স্বত্বের দলিল নয় , তবে তা দখল সম্বন্ধে গুরুত্বপূর্ণ প্রমাণ বহন করবে।