সঠিক উত্তর হচ্ছে: আইনের দুষ্পরিবর্তনীয়তা
ব্যাখ্যা: আইনের শাসন আইনের শাসন বলতে বোঝায় (ক) আইনের সর্বোচ্চ প্রাধান্য; (খ)আইনের দৃষ্টিতে সকলেই সমান; (গ) বিনা অপরাধে কাউকে গ্রেফতার করা যাবে না এবং বিনাবিচারে কাউকে দোষী সাব্যস্ত করা যাবে না। [তথ্যসূত্রঃ পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র: একাদশ-দ্বাদশ শ্রেণি (প্রফেসর মো: মোজাম্মেল হক)]