সঠিক উত্তর হচ্ছে: গোরা
ব্যাখ্যা: গোরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি রাজনৈতিক উপন্যাস। গোরা,ললিতা,বিনয় প্রমুখ এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র। তার মোট উপন্যাস সংখ্যা ১২ টি। এগুলো হলঃ বৌঠাকুরাণীর হাট, করুণা, রাজর্ষি, শেষের কবিতা, ঘরে-বাইরে, চার অধ্যায়, গোরা, চোখের বালি, নৌকাডুবি, দুইবোন, যোগাযোগ, চতুরঙ্গ ও মালঞ্চ। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ডঃ সৌমিত্র শেখর]