সঠিক উত্তর হচ্ছে: বিপ্রদাস
ব্যাখ্যা: বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়ের উপন্যাস নয় বিপ্রদাস।\n\nবাংলা ভাষার প্রথম সার্থক ঔপন্যাসিক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দুর্গেশনন্দিনী ছিলো প্রথম সার্থক বাংলা উপন্যাস যেটা বাংলা সাহিত্যের দ্বার উন্মোচন করেছিলো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মোট ১৫টি উপন্যাস লিখেছিলেন এবং এর মধ্যে একটি ইংরেজি ভাষার উপন্যাস ছিলো। \n\nতার উল্লেখযোগ্য উপন্যাস:\n\nদুর্গেশনন্দিনী,\n\nকপালকুণ্ডলা,\n\nমৃণালিনী,\n\nবিষবৃক্ষ,\n\nইন্দিরা,\n\nযুগলাঙ্গুরীয়,\n\nচন্দ্রশেখর,\n\nরাধারানী,\n\nরজনী,\n\nকৃষ্ণকান্তের উইল,\n\nরাজসিংহ,\n\nআনন্দমঠ,\n\nদেবী চৌধুরানী,\n\nসীতারাম।