সঠিক উত্তর হচ্ছে: ১৯০৯ সালে
ব্যাখ্যা: ১৯০৯ সালে (১৩১৬ বঙ্গাব্দ) কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শ্রী বসন্তরঞ্জন রায় কর্তৃক শ্রীকৃষ্ণকীর্তন কাব্যগ্রন্থটি আবিষ্কৃত হয়।
পশ্চিমবঙ্গের বাকুড়া জেলার কাকিল্য গ্রামে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক এক ব্রাহ্মণের বাড়ির গোয়াল ঘর থেকে এটি আবিষ্কৃত হয়। এর রচয়িতা বড়ু চণ্ডীদাস।
‘শ্রীকৃষ্ণকীর্তন’ ১৯১৬ সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় বসন্তরঞ্জন রায় এর সম্পাদনায়। বসন্তরঞ্জন রায় এর উপাধি ‘বিদ্বদ্বল্লভ’।
[সূত্রঃ Hello BCS লেকচার]