সঠিক উত্তর হচ্ছে: নাকবা দিবস
ব্যাখ্যা: ১৯৪৮ সালের ১৪ মে ইসরায়েল রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। ১৯৪৮ সালের এই দিনটিতে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়। আর ফিলিস্তিনিদের কাছে দিনটি হচ্ছে \'নাকবা\' বা বিপর্যয়ের দিন। লাখ লাখ ফিলিস্তিনি সেদিন ইসরায়েলে তাদের বাড়ী-ঘর থেকে উচ্ছেদ হয়েছিল। প্রতিবছর দিনটিকে তারা \'নাকবা\' দিবস হিসেবেই পালন করেন।
BBC Archive.