সঠিক উত্তর হচ্ছে: নাম না জানা ভোর
ব্যাখ্যা: আবদুল্লাহ গাফফার চৌধুরী রচিত উপন্যাস হলোঃ ‘নাম না জানা ভোর’ (১৯৬২) এতে ভাগ্যান্বেষী এক গ্রাম্য যুবকের শহুরে উচ্চবিত্ত শ্রেণিতে উত্তরণের ইতিকথা বর্ণিত হয়েছে। ‘ দিলরুবা’ ও ‘ উত্তর বসন্ত’ হলো আবদুল কাদির রচিত কাব্য। ‘কলকাতা’ হলো আবদুল মান্নান সৈয়দ এর উপন্যাস। রেফারেন্সঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা।