সঠিক উত্তর হচ্ছে: বাংলা শব্দের সঙ্গে সংস্কৃ শব্দের সন্ধি করা অনুচিত
ব্যাখ্যা: বাংলা শব্দের সঙ্গে সংস্কৃত শব্দের সন্ধি করা অনুচিত, কেননা বাংলা শব্দের সাথে সংস্কৃত শব্দের সন্ধি হয় না। যেমনঃ মিঠা+ আম্র = \'মিঠাম্র\' হয় না। অন্যদিকে, সমাসবদ্ধ পদে এবং ধাতুর সঙ্গে প্রযুক্ত উপসর্গে সন্ধি করা অবশ্যই কর্তব্য।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।