সঠিক উত্তর হচ্ছে: একটি কালো মেয়ের কথা
ব্যাখ্যা: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তৎকালীন সময়ের চিত্র তথা সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট বর্ণনা করেছেন নিরেট অবস্থান থেকে সহজ ও সাবলীল ভাষায়। অন্যদিকে, বাংলাদেশের মানুষের মুক্তির সংগ্রামকে বিষয়বস্তু করে তিনি রচনা করেন তার সর্বশেষ উপন্যাস \'একটি কালো মেয়ের কথা\'।\n [সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- সৌমিত্র শেখর।]