সঠিক উত্তর হচ্ছে: বাঁধন হারা
ব্যাখ্যা: বাঁধন হারা বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি পত্রোপন্যাস। এটি নজরুল রচিত প্রথম উপন্যাস। করাচিতে থাকাকালীন তিনি \'বাঁধন হারা\' উপন্যাস রচনা শুরু করেন। মোসলেম ভারত পত্রিকায় বাঁধন হারা-র প্রথম কিস্তি এবং ১৯২১ সালে (১৩২৭ বঙ্গাব্দ) ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়। ১৯২৭ সালে জুন মাসে (শ্রাবণ, ১৩৩৪ বঙ্গাব্দ) এটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়।\n\nপ্রধান চরিত্রঃ\nনুরু\nমাহবুবা\nরাবেয়া\nসাহসিকা