সঠিক উত্তর হচ্ছে: যুগবাণী
ব্যাখ্যা: ১৯২৬ সালে প্রকাশিত যুগবাণী কবি নজরুল রচিত প্রথম প্রবন্ধ গ্রন্থ। তবে তার প্রথম প্রবন্ধ হলো তুর্ক মহিলার ঘোমটা খোলা যা ১৯১৯ সালে প্রকাশিত হয়। তার অন্যান্য প্রবন্ধ গ্রন্থসমূহ হলো- দুর্দিনের যাত্রী, রাজবন্দির জবানবন্দি, রুদ্রমঙ্গল, মসজিদ ও মন্দির এবং আমি সৈনিক। চক্রবাক নজরুলের কাব্যগ্রন্থ। (সূত্রঃ Hello BCS লেকচার)