সঠিক উত্তর হচ্ছে: ই-বিজনেস
ব্যাখ্যা: ই-কমার্স ও ই-বিজনেসের মধ্যে পার্থক্য ══━━━━✥◈✥━━━━══ ? ই-কমার্স হলো ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বাণিজ্যিক লেন-দেন। ? অন্যদিকে কোনো প্রতিষ্ঠানের নিজস্ব নিয়ন্ত্রণাধীন আধুনিক ইনফরমেশন সিস্টেমসহ ডিজিটাল প্রযুক্তি নির্ভর অভ্যন্তরীণ সকল প্রকার লেদদেন এর প্রসেসকে বলে ই-বিজনেস। ? ই-বিজনেস প্রতিষ্ঠানের সীমানার বাহিরে কোন প্রকার বাণিজ্যিক লেনদেন বা অর্থ বিনিময়ের সাথে সংশ্লিষ্ট নয়। ? ই-কমার্স ইন্টারনেট ভিত্তিক সকল প্রকার বাণিজ্যিক লেনদেনের সাথে জড়িত এবং ই-বিজনেস প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণাধীন সকল প্রকার ডিজিটাল প্রযুক্তি নির্ভর লেনদেনের সাথে জড়িত।