সঠিক উত্তর হচ্ছে: সুগঠিত
ব্যাখ্যা: বিভা : কিরণ :: সুবলিত : সুগঠিত ।\n\nবিভা শব্দটির সমার্থক বা প্রতিশব্দ কিরণ, প্রভা, কর, রশ্মি, দীপ্তি, অংশু, ময়ূখ । আর সুবলিত শব্দের সমার্থক শব্দ সুগঠিত, শক্তিমান, বলশালী । সুবিদিত অর্থ সুবিঙ্গাত, উত্তমরূপে ঙ্গাত । সুবিনীত শব্দের অর্থ বিনীত, বিনম্র ও সংযম ।