সঠিক উত্তর হচ্ছে: ভারত
ব্যাখ্যা: ━━━━━━━━❪❂❫━━━━━━━━ \r\n? বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারত। \r\n\r\n? গ্রিক শব্দ ‘ইন্ডিগো’ থেকে ইন্ডিয়া নামের উৎপত্তি বলে ধারণা করা হয়। ‘ইন্ডিগো’ অর্থ নীল। \r\n\r\n? এ অঞ্চলে নীল পাওয়া যেত বলে এরূপ নামকরণ করা হয়েছে। আবার কারো মতে, ইন্ডাস নাম হতে ইন্ডিয়া নামের উৎপত্তি হয়েছে। দক্ষিণ এশিয়া তথা বিশ্বের অন্যতম পরাশক্তি হলো ভারত। \r\n\r\n? দেশটি স্বাধীনতা লাভ করে ব্রিটিশদের নিকট থেকে ১৫ আগস্ট, ১৯৪৭ সালে। \r\n\r\n? ৬ জানুয়ারি, ১৯৫০ সালে ভারত প্রজাতন্ত্র ঘোষিত হয়। \r\n\r\n? কাশ্মীরের বিশেষ সুবিধা বাতিল হওয়ার মাধ্যমে ভারত ২৮ টি রাজ্য এবং ৯ টি কেন্দ্র শাসিত অঞ্চল নিয়ে গঠিত হয়।\r\n ━━━━━━━━❪❂❫━━━━━━━━