সঠিক উত্তর হচ্ছে: কারাগারের রোজনামচা
ব্যাখ্যা: বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক দ্বিতীয় গ্রন্থের নাম কারাগারের রোজমানচা।\n\n১৯৬৬ সালে ঐতিহাসিক ছয় দফা উত্থাপনের পর ওই বছরের প্রথম তিন মাসে বঙ্গবন্ধু মোট আটবার গ্রেপ্তার হয়ে জামিন পান। ৮ মে আবার গ্রেপ্তার হন। \'কারাগারের রোজনামচা\' মূলত তাঁর ওই সময়ের কারা জীবনের দিনলিপি।