সঠিক উত্তর হচ্ছে: পরােক্ষ কর
ব্যাখ্যা: মূল্য সংযােজন কর (মূসক), আমদানি শুল্ক, রপ্তানি শুষ্ক ও সম্পূরক শুল্ক পরােক্ষ কর হিসেবে আদায় করা হয়। আয়কর একটি প্রত্যক্ষ কর । বাংলাদেশে মূল্য সংযােজন কর (মূসক) চালু করা হয় ১ জুলাই ১৯৯১ এবং এ কর থেকেই বাংলাদেশ সরকারের সর্বাধিক রাজস্ব আয় হয়।