সঠিক উত্তর হচ্ছে: ১৯৭৩ সালে
ব্যাখ্যা: আফগানিস্তান প্রজাতন্ত্র প্রথম আফগান প্রজাতন্ত্র ছিল।\n\n১৯৭৩ সালে মুহাম্মদ দাউদ খান রক্তপাতহীন এক অভ্যুত্থানের মাধ্যমে আফগানিস্তানের বাদশাহ মুহাম্মদ জহির শাহকে ক্ষমতাচ্যুত করার পর এই প্রজাতন্ত্র গঠিত হয়।\n\nদাউদ খান প্রগতিশীল রাজনীতিবিদ হিসেবে পরিচিত ছিলেন।\n\nতিনি সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের সহায়তায় আফগানিস্তানকে আধুনিক করতে চেয়েছিলেন।\n\nসুতরাং সঠিক উত্তর হবে - ১৯৭৩ সালে।