সঠিক উত্তর হচ্ছে: ধ্বন্যাত্মক দ্বিরুক্তি
ব্যাখ্যা: কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতিবিশিষ্ট শব্দের রূপকে ধ্বন্যাত্মক শব্দ বলে। এ জাতীয় ধ্বন্যাত্মক শব্দের দুইবার প্রয়োগের নাম ধ্বন্যাত্মক দ্বিরুক্তি। যুগ্মরীতিতে গঠিত ধ্বন্যাত্মক শব্দ: কিচির মিচির (পাখি বা বানরের শব্দ), টাপুর টুপুর(বৃষ্টি পতনের শব্দ) , হাপুস হুপুস (গোগ্রাসে কিছু খাওয়ার শব্দ)