সঠিক উত্তর হচ্ছে: ১ বার
ব্যাখ্যা: ? যখন সকাল 11.00 টা বাজে তখন ঘণ্টার কাঁটা থাকে 11 বরাবর এবং মিনিটের কাঁটা থাকে 12 বরাবর।
\n\n? যখন 12.00 টা বাজে তখন ঘণ্টা ও মিনিটের কাঁটা উভয়ই থাকে 12 বরাবর।
\n\n? এরপর 1.00 টা বাজতে গেলে মিনিটের কাঁটাটি ঘণ্টার কাঁটাটিকে ক্রস করবে। অর্থাৎ সকাল 11 টা থেকে দুপুর 1 টা পর্যন্ত মিনিটের কাঁটা ঘণ্টার কাঁটাকে 1 বার অতিক্রম করবে।