সঠিক উত্তর হচ্ছে: ভয়েস ওভার আইপি
ব্যাখ্যা: ভিওআইপি (ইংরেজি: Voice over IP) এর পূর্ণরূপ হলো Voice Over Internet Protocol (VoIP)। এটি ইন্টারনেটের মাধ্যমে কথা বলার এক ধরনের মাধ্যম। মোবাইল দিয়ে বিশ্বের এক দেশ থেকে অন্য দেশে কথ বলা এমনকি একই দেশের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে কথা বলার ক্ষেত্রে ভিওআইপি ব্যবহূত হয়। আর এজন্য অবশ্যই ইন্টারনেট থাকতে হবে।