সঠিক উত্তর হচ্ছে: পোস্টমাস্টার
ব্যাখ্যা: পোস্টমাস্টার রবীন্দ্রনাথ ঠাকুরের অসাধারণ একটা ছোট গল্প। বলতে গেলে গল্পটিতে চরিত্র তিনটি।\n\nরতন এর প্রধান চরিত্র।\n\nপোস্টমাস্টার, গ্রামের বাবা মা হীন মেয়ে রতন আর প্রকৃতি। গল্পটিতে প্রকৃতির একটা বড় প্রভাব আছে। গল্পের শুরু পোস্টমাস্টার আর রতনের নৈকট্য এমনকি গল্পের শেষের বিচ্ছেদের সাথেওপ্রকৃতির গভীর সম্পৃক্তা আছে।\n\nগল্পে পোস্টমাস্টার আর রতন চরিত্রের সামাজিক অবস্থার মধ্যে অনেক পার্থক্য। \n\n[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা,সৌমিত্র শেখর]