সঠিক উত্তর হচ্ছে: আইনের চোখে সবাই সমান
ব্যাখ্যা: আইনের শাসনের মূল বক্তব্য হলো আইনের চোখে সবাই সমান। কেউই আইনের উর্ধ্বে নয়, সবাই আইনের অধীন।আইনের দৃষ্টিতে সকল নাগরিকের সমান অধিকার প্রাপ্তির সুযোগকে আইনের শাসন বলে।[তথ্যসূত্র: পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী]