ব্যাখ্যা: ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন এর সমন্বয়ে একটি পরমাণু গঠিত। নিউক্লিয়াসের প্রোটন ধনাত্মক চার্জযুক্ত, নিউট্রন চার্জ নিরপেক্ষ এবং ইলেকট্রন ঋনাত্মক চার্জ যুক্ত। তাই ঋনাত্মক ও ধনাত্মক চার্জ সমান থাকায় পরমাণু চার্জ নিরপেক্ষ হয়।\n
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।